সরস্বতী পুজোয় কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ উঠেছে, কলেজের কিছু পড়ুয়া ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে। এমনকী মদ্যপ অবস্থায় তাঁদের মধ্যে মারামারি হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নহাটা যোগেন্দ্র নাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। সূত্রের খবর, সরস্বতী পুজোর দিন লেজের হেডক্লার্ক সমীরণ সরকার কলেজের বেশকিছু ছাত্রদের নিয়ে প্রিন্সিপালের রুমের মধ্যে মদ খাচ্ছিলেন। মদ খাওয়ার পরে কলেজ চত্বরে ঝামেলা হয় বলে অভিযোগ। মদ্যপান করে কলেজের মধ্যে চলে মারপিট। যদিও কলেজের কর্মীরা এই ঘটনার কথা সরাসরি অস্বীকার করেন। জানান, এই খবর সম্পূর্ণ ভ্রান্ত। সিসিটিভিতেই তার প্রমাণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান প্রিন্সিপাল।