পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার শালবনিতে দুই দিন ব্যাপি পশ্চিম মেদিনীপুর জেলার সপ্তমবর্ষ জঙ্গল মহল উৎসব শুরু হয়। এই উৎসব কে কেন্দ্র করে শালবনীর নেতাজি স্টেডিয়ামে বসেছে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের বিভিন্ন স্টল ও পাশাপাশি হচ্ছে টুসু, ভাদু, করম, ছৌ এর মতো নানান প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে কৃষি বিভাগের কৃষকবন্ধু প্রকল্প, স্বাস্থ সাথী, স্বসহায়ক দল এর বিভিন্ন স্টল। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদ এর সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, জেলাপরিষদ এর সহসভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদ এর কর্মাধক্ষ্য নেপাল সিং, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারী, জেলাপরিষদ এর সদস্য অঞ্জনা মাহাতো ও শালবনী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার, যুগ্ম ব্লক আধিকারিক দেবব্রত কোনার সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ।পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজিত জঙ্গল মহল উৎসবে সকল কে সামিল হওয়ার জন্য আহ্বান জানান শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
