নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- ভারতীয় স্টেট ব্যাংক রিজার্ভ ব্যাংকের অধীনে নাকি কোনো রাজনৈতিক দলের অধীনে ? এমনি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে স্টেট ব্যাংকের একটি এটিএম কাউন্টারের প্রবেশ দ্বারে লাগানো হয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং সদ্য বিজেপি দলে যাওয়া শুভেন্দু অধিকারীর ছবি। বিজেপি নেতাদের ছবি দেখে ইতিমধ্যেই ব্যাংক গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গ্রহকদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে শেষ মেষ স্টেট ব্যাংকও কি তাহলে বে সরকারি করনের পথে। জন সমর্থন হারিয়ে বিজেপির নেতা কর্মীরা এখন এই সব কাজ করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা প্রদীপ গায়েন। এদিন তিনি বলেন যেভাবে এটিএম কাউন্টারের সামনে বিজেপি নেতৃত্বের ছবি লাগানো হয়েছে তাতে মনে হচ্ছে এটা তাদের হয়ে গিয়েছে পাশাপাশি তিনি আরো বলেন সাধারণ মানুষ তা বুঝে ফেলেছে আগামী দিনে তার যোগ্য জবাব দিয়ে দেবে, এ ভাবে সাধারণ মানুষের পাশে যাওয়া যায় না।
