February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সাতসকালে খুন এক ব্যক্তি, চাঞ্চল্য মনহোলি

সাত সকালে এক ব্যক্তি খুন হয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার ব্লকের মনহোলি। জানা গেছে মৃতের নাম মিলন বিশ্বাস বাড়ি তপন থানার নবাব নগর এলাকায়। মৃতের মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে প্রায় অনেকটা দূরে আমতলী ব্রিজের কাছে উদ্ধার করা হয়েছে। আজ মাছ ব্যবসায়ী মৃত মিলন বিশ্বাস সকাল সাড়ে চারটা নাগাদ মাছ কিনতে গঙ্গারামপুর এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। তার পরিচিতরা গিয়ে ওই মৃতদেহ শনাক্ত করে।জানা গেছে ওই মৃতের সঙ্গে বেশ কয়েক হাজার টাকা ছিল যা খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি তার গলায় থাকা সোনার চেন ও উধাও বলে তার এক প্রতিবেশী জানিয়েছেন। মৃত মিলন বিশ্বাসের প্রতিবেশী তথা স্থানীয় বুথ কমিটির তৃনমূলের সভাপতি জ্যোতিষ দাস জানিয়েছেন যে এই ঘটনাটি রাজনৈতিক হত্যা কিংবা মৃতের কাছে থাকা টাকা এবং উদ্দেশ্য হত্যা হতে পারে। পাশাপাশি মৃত্যুর একটি রাজনৈতিক পরিচয় থাকায় এই ঘটনায় রাজনৈতিক হত্যার অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃতের প্রতিবেশী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসেরপক্ষ অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিজেপি র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে।