December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লড়াই হবে অপশক্তির বিরুদ্ধে মন্তব্য করলেন কৌশিক


হুগলির চন্ডীতলা বিধানসভায় তৃণমূলের নতুন বল্ক সভাপতি হলেন কৌশিক শীল। প্রথম থেকেই দলের গুড বুকে ছিল তৃণমূলের এই নেতার নাম।দলের একাধিক দায়িত্ব গুরুত্বের সাথে সামলেছেন কৌশিক।
সামনে বিধানসভা নির্বাচন। আর তার আগেই বল্কের দায়িত্ব কৌশিক শীলের কাছে বড় চ্যালেঞ্জ। অন্য দিকে কৌশিক বাবু জানান খুব দ্রুত দলের কর্মী সমর্থকদের নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব।আমাদের একটাই লক্ষ্য সকলে এক সাথে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চন্ডীতলা বিধানসভা উপহার দেব। নতুন বল্ক সভাপতিকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন দলের অসংখ্য সদস্যরা।