December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিভিন্ন দল ছেড়ে কয়েকটি পরিবার যোগদান করল বিজেপিতে

হবিবপুর: আসন্ন ২০২১বিধানসভা সামনে রেখে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে যোগদান কর্মসূচি। সেইমত অবস্হায় হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ডোমপুকুর গ্রামে বিভিন্ন দল ছেড়ে কয়েকটি পরিবার যোগদান করলো পদ্ম শিবিরে। জানা যায় আসন্ন 2021 বিধানসভা কে পাখির চোখ করে হবিবপুর ভারতীয় জনতা পার্টি ঘর সাজাতে শুরু করেছে। এই পরিপেক্ষিতে আজ হবিবপুর ব্লকের ডোমপুকুর গ্রামে দশটি পরিবার যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে।আজ রবিবার সকালে এই যোগদান কমসূচী করা হয়। আজকের এই যোগদান কমসূচী উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মালদা জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈজন্তী সরকার,zp3 মন্ডল সভাপতি সঞ্জীব সরকার,zp3 মন্ডলের সাধারণ সম্পাদক বিপিন মন্ডল,শক্তি কেন্দ্রের প্রমুখ মহাবীর মন্ডল চহ বিজেপির বিভিন্ন কার্যকলাপ ও কর্মীরা এখানে উপস্থিত ছিলেন|