December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সপ্তাহের প্রথম দিনই বাতিল ৪৯টি লোকাল ট্রেন

সিগন্যালিংয়ের কাজ শুরু হয়েছে শিয়ালদহ মেন শাখার নৈহাটি ও ইছাপুর স্টেশনের মাঝে। যার জেরে সপ্তাহের প্রথম দিনই বাতিল আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদহ মেন শাখার মোট ৪৯টি ট্রেন। সোমবার যে ৪৯টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে আপ ও ডাউনে মোট ২৬টি নৈহাটি লোকাল, ১৪টি কল্যাণী সীমান্ত লোকাল, ৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩টি নৈহাটি-রানাঘাট লোকাল ও ২টি শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল-সহ বেশ কয়েকটি ট্রেন। রেল সূত্রে খবর, কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-জসিডি প্যাসেঞ্জারকে ঘুরিয়ে দেওয়া হবে। সকাল থেকেই নিত্যযাত্রীরা বাদুড়ঝোলা হয়ে অফিসের পথে।