ঝাড়খণ্ডের হাজারিবাগে গান্ধীজির মূর্তি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজারিবাগের ওই এলাকায় গান্ধীজির একটি মূর্তি তৈরি করা হয়েছিল। মূর্তির চারিদিক লোহার জাল দিয়ে ঘেরা ছিল। রবিবার সকালে হঠাৎ ওই মূর্তিটিকে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চোখের নিমিষে বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। দোষীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কংগ্রেসের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ তাঁদের শান্ত করে ঘটনাস্থলে ঘিরে তদন্ত শুরু করে।
এপ্রসঙ্গে থানার এক আধিকারিক জানান, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ওই মূর্তিটি নিজে থেকে ভেঙে পড়েছে না কেউ ভাঙচুর করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য ওই এলাকায় থাকা সিসিটিভি’র ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ও কয়েকজন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।