December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভার্চুয়াল রেম্প শো অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা দেশ জর্জরিত ঠিক তখন স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে ভারতবর্ষে এই প্রথম বার ভার্চুয়াল রেম্প শো অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের প্রত্যাশা গেস্ট হাউসে আয়োজনে শূন্য বুটিক। সামনে দূর্গা পূজা উপলক্ষে এবং লকডাউনের কথা মাথায় রেখে শূন্য বুটিক তাদের পূজোর কালেকশান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের ভার্চুয়াল রেমপ শোর আয়োজন করেন এবং এই লকডাউন পরিস্থিতিতে বুটিকের কর্মীরা পুনরায় তাদের কাজে ফিরে পাওয়ার জন্য তারাও খুব আনন্দিত ও উৎসাহিত। শুধু কর্মীরাই নয় এই ramp শো তে অংশ গ্রহণ করতে আসা মডেলরাও পুনরায় তাদের কাজে ফিরে আসার জন্য এবং তাদের কাজ ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ফেশ্যান শো তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মডেল রা অংশ গ্রহণ করেন।