December 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ছোট্ট পায়েলের থিম সংয়ে সেজে উঠছে চেতলার পূজা মন্ডপ

দক্ষিণ কলকাতার ফুটপাথই ঠিকানা ক্লাস টু-এর পায়েলের| ছোট থেকেই গান গাইতে ভালবাসে সে| তাঁর গাওয়া গানকে এই বছর দুর্গাপুজোর থিম সং হিসেবে উঠে আসছে চেতলার একটি পুজো মণ্ডপে| তবে এই পুজোতে রয়েছে চমক| ঠাকুর গড়া থেকে মণ্ডপ তৈরি সবটাই করছে খুদেরা| পায়েলের সঙ্গে থিম সংয়ে থাকছে আর এক খুদে শিল্পী| আর এই উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা|