নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- দীর্ঘদিন করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন থাকার কারণে বন্ধ দোকান বাজার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি এই মত অবস্থায় অধিক পরিমাণে ইলেকট্রিক বিল আসার কারণে কার্যত হিমশিম খাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ, এর পাশাপাশি লকডাউন এর কারণে দোকান পাট বন্ধ হলেও ইলেকট্রিকের বিল মাত্রা ছাড়িয়েছে তারই বিরুদ্ধে এবার প্রতিবাদের নামল অল বেঙ্গল ইলেকট্রিকসিটি কনজিউমাক্স এসোসিয়েশন, মূলত বিদ্যুৎ গ্রাহকদের জন্য এটি একমাত্র সংগঠন, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রিজিওনাল ম্যানেজারের কাছে এবং স্টেশন ম্যানেজারের কাছে বিক্ষোভ দেখিয়ে স্মারক লিপি প্রদান করা হয় মূলত দাবি গুলি হল অবিলম্বে বিদ্যুতের বিল খতিয়ে দেখা হোক এবং এই মুহূর্তে যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ দপ্তর এর সুবিধা পায় সেই লক্ষ্যেই এই স্মারক লিপি প্রদান, এই দিন এই বিক্ষোভ ও স্মারক লিপি প্রদানের উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিকসিটি কনজিউমাক্স এসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি জয় মহোন পাল, জেলা সম্পাদক প্রদীপ দাস সহ একাধিক ব্যক্তি বর্গ।
