January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লেন অমৃতা নায়েক

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার উত্তর খাসদা গ্রামের বাসিন্দা অমৃতা নায়েক। জানা গিয়েছে কাঁথি থানার হৈপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর খাসদা গ্রামের গোবিন্দ নায়েকের একমাত্র কন্যা অমৃতা নায়েক। কয়েক দিন আগেই অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে নজির গড়ে ছিলেন অমৃতা ছবি আঁকার কারণ অমৃতা জানান সমাজের প্রতি তার বার্তা স্বাধীন ভারতে যেনো কেউ অভুক্ত না থাকে। সেই ছবিতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ে খুব খুশি অমৃতা। মেয়ের এই সাফল্যে খুব খুশি অমৃতার পরিবারও। এই খবর ছড়িয়ে পড়তে অমৃতার অসংখ্য অনুরাগী ও পাড়া প্রতিবেশী ভিড় জমান অমৃতার বাড়ির কেউ মিষ্টি মুখ করান কেউ আবার ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান অমৃতাকে।
সাতমাইল সংলগ্ন উত্তর খাসদার অমৃতা কোলকাতার স্বর সংগম (বিড়াল একাডেমি অফ আর্ট এন্ড কালচার) এর কৃতি ছাত্রী। ছোট বেলা থেকেই ছবি আঁকতেন অমৃতা নিজের শিল্প সৃস্টিতে ইতিমধ্যে অসংখ্য অনুরাগী ও নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে বাজিমাৎ করেছে। এবার অমৃতা অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লেন।
অমৃতা জানান আগামী দিনে নিত্য নতুন ভাবনায় ছবি এঁকে ওয়াল্ড রেকর্ড গড়তে চায়।