দিল্লিতে ফের বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। সূত্রের খবর, শুক্রবার সকাল ৪.৩০ নাগাদ রাজধানীর বিজওয়াসন এলাকার একটি ওয়্যারহাউসে দাউদাউ করে জ্বলে উঠে আগুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১০ টি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার সম্পত্তি। এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নাই। জানা গিয়েছে ওই বিল্ডিং-এ প্লাস্টিক-সহ অনেক দাহ্য পদার্থ মজুত করা ছিল, ফলে সেখানে আগুন লাগার পর দ্রুতই তা অন্যত্র ছড়িয়ে পরে। কিভাবে আগুন লেগেছে তার তদন্ত করছে পুলিশ।