আবারো প্রোমোটারের দাদাগিরি এবার পাটুলি থানার অন্তর্গত রবীন্দ্রপল্লীতে ।
পেশায় অটোচালক বাপ্পা দাস এর বাড়িতে শনিবার বিকেল পাঁচটা নাগাদ স্থানীয় প্রোমোটার প্রদীপ ওরফে পুচকা বেশ কয়েকজন মহিলা নিয়ে চড়াও হয় সেই সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন তার স্ত্রী অনিতা দাস , বাড়ির বাইরে অনিতা কে বার করে মারধর করা হয় বলে অভিযোগ । বেশ কয়েকদিন থেকে বাপ্পা দাস এর বাড়িটি ভেঙে প্রমোটিং করার প্রস্তাব দিচ্ছিল স্থানীয় প্রমোটার প্রদীপ তিনি রাজি না হলে এদিন হামলা চালানো হয় বলে অভিযোগ ।রাতে এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় পাটুলি থানায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।