January 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কোচবিহারের তুফানগঞ্জ টোলপ্লাজা উদ্বোধন কে ঘিরে বিক্ষোভ জমিদাতাদের

কোচবিহারের তুফানগঞ্জ 1নং ব্লকের চিলাখানা 2গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি দেও চড়াই মোর সংলগ্ন এলাকায় 31নং জাতীয় সড়কের ওপর টোলপ্লাজা উদ্বোধন কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে জমি দাতারা। এটি উদ্বোধন করেন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান জমিদাতারা |এই টোলপ্লাজা তৈরিতে ঘোগার কুটি এলাকার মোট পনেরো জন জমি দিয়েছেন | 2014-15 সালে এই টোলপ্লাজা বানানোর জন্য জমি অধিগ্রহণ করেছিলেন ভূমি রাজস্ব দপ্তর। এবং যারা জমিদাতা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা এককালীন কিছু টাকা পাবেন এবং প্রত্যেক বাড়ির একজন কে চাকরি দেওয়া হবে ।

কিন্তু কোনটাই পাইনি তাই বারংবার তারা নেতা মন্ত্রী ও bm hd সবার কাছে গিয়েও কোনো সুরাহা পাইনি। আর যখন তারা শুনতে পেল এই টোলপ্লাজা উদ্বোধন হতে যাচ্ছে । আর তারপরই তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্সহাপাশি তারা জানতে পেরেছে এখানে যে লোকজন নিয়োগ হচ্ছে তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে নিয়োগ করছেন। তাই সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও জমিদাতারা।

তাদের দাবি তাদের সম্পূর্ণভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হবে বলে। কিন্তু তারই মধ্যে বাইরের লোক নিয়োগ করে সেখানে চাকরি দেওয়া হচ্ছে। এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে উদ্বোধন করতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ চলে।