নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দুবদা গ্রামের বজ্রাঘাতে মৃত্যু হল এক চাষীর। জানা গিয়েছে মৃত চাষীর নাম অরবিন্দ বেরা, বয়স আনুমানিক ৪০ বছর, জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ধানের জমিতে চাষের কাজে গিয়েছিল স্বামী ও স্ত্রী। সেই সময় আচমায় ঝড়বৃষ্টি শুরু হলে ওই ব্যাক্তিকে বজ্রাঘাত হয়। এরপর ওই বজ্রাঘাতে আহত হয় স্বামী ও স্ত্রী, গুরুতর আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা স্বামীকে মৃত বলে ঘোষণা করে, তবে আহত হয় স্ত্রী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে মৃত স্বামীকে ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে, তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।