January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

খুলল হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা সাপ্তাহিক হাট

মালদা : মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তুলশীহাটা কোভিড সংক্রমণ রুখতে চলছিল দীর্ঘমেয়াদী লকডাউন। লকডাউন এর জেরে মালদা জেলার অধিকাংশ হাট গুলি মার্চ মাস থেকে বন্ধ রাখা হয়েছিল ।ফলে ছোট থেকে বড় ব্যবসায়ীরা সংকটের সম্মুখীন হচ্ছিলেন।

প্রশাসনের সমস্ত রকমের নিয়ম বিধি মেনে তুলসিহাটা বীরেন্দ্র কুমার মৈত্র মার্কেট তথা তুলসিহাটার সাপ্তাহিক হাট খুলল। এই হাটখোলাতে হাসি ফুটেছে ছোট বড় ব্যবসায়ীদের মুখে। উপবাজার খোলা মাত্রই ছোট বড় ব্যবসায়ীরা ভিড় করে হাটের সামনে। সরকারি নির্দেশ অনুসারে ক্রেতা বিক্রেতাদের মুখে রাখতে হবে মাস্ক, অযথা ভিড় করা যাবে না। সামাজিক দূরত্ব বিধি মেনে হাট চলবে।
কাপড় ব্যবসায়ীরা বলেন তারা দীর্ঘ পাঁচ মাস ধরে বাড়িতে বসেছিলাম হাটখুলাই আমার খুব খুশি। কিন্তু লোকজনের আগের মতন জমজমাট নেই, অনেক দোকান এখনো পর্যন্ত খবর না পেয়ে আসেনি তাই অনেক দোকান রয়েছে ফাঁকা। হাটের অবস্থা আগের তুলনায় অনেকটা খারাপ পরিস্থিতি আগের মতন ফিরে আসতে সময় লাগবে।