প্রবল ঝঞ্ঝার কারনে ইস্তানবুলে বিমানবন্দরে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দূর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বাজেট ক্যারিয়ার ‘পেগাসস এয়ারলাইন্স’ নামের বিমান সংস্থার। ইস্তানবুলের সাবিহা গোকন বিমানবন্দর থেকে ইজমিরের বন্দর শহর এইগানের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। বুধবার বোয়িং বিমানটিতে সফর করছিলেন ১৭৩ জন যাত্রী ও ছয় সদয়ের একটি চালকদল। অবতরণের সময় রানওয়েতে পিছলে বিমানটি ভেঙে তিন টুকরো হয়ে যায়। প্রানে বেঁচে গেছেন ১৭০ জন যাত্রী। অনেকে আহত হলেও কারওরই অবস্থা গুরুতর নয়। তৎকালীন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। খারাপ আবহাওয়ার কারনেই এই দূরর্ঘটনা বলে জানিয়েছেন ইস্তানবুলের গভর্নর আলি।