চলে গেলেন রাজা টিচেলা. স্বয়ং ওকান্ডার সম্রাট. মার্ভেল কমিকস এর অন্যতম নায়ক ব্ল্যাক প্যান্থার। কর্কট রোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ হলিউডের অভিনেতা ব্ল্যাক প্যানথার খ্যাত চ্যাডউইক বোসম্যানের। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। শুক্রবার লস অ্যাঞ্জিলিসে নিজের বাসভবনেই মৃত্যু হয় এই প্রখ্যাত অভিনেতার। মৃত্যুর সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী ও পরিবার। বোসম্যানের পরিবার জানিয়েছে গত ৪ বছর ধরে অভিনেতা কোলন ক্যানসারে ভুগছিলেন। ‘চ্যাডউইক ছিলেন সত্যিকারের যোদ্ধা। হাজার কষ্ট যন্ত্রণা সহ্য করেও একের পর এক অসাধারণ ছবি আপনাদের উপহার দিয়ে গিয়েছেন। মার্শাল থেকে ডি ৫ ব্লাডস, অগস্ট উইলসনের মা রাইনিস ব্ল্যাক বটম এবং আরও বেশ কিছু ছবির শ্যুটিং তিনি করেছেন অসংখ্য অস্ত্রোপচার এবং কেমোথেরাপি চলাকালীনই। ব্ল্যাক প্যানথার ছবিতে King T’Challa চরিত্রটি করতে পারা ছিল তাঁর কর্মজীবনের এক উজ্জ্বল অধ্যায়।’ তবে এতদিন তাঁর রোগ সম্পর্কে কখনও জনসমক্ষে কিছু বলেননি বোসম্যান।