December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

অশান্তির জেরে স্ত্রীকে খুন করে দীর্ঘক্ষণ দেহ আগলে রাখল স্বামী। ঘটনাটি ঘটেছে, হাওড়ার বাগনানের হরিনারায়ণপুর এলাকায়। ইতিমধ্যেই চন্দন বিশ্বাস নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, একাধিক সংস্থা থেকে প্রচুর টাকা ধার নিয়েছিল চন্দন। বুধবার সকালে এক সংস্থার তরফে চন্দনের বাড়িতে হাজির হন বেশ কয়েকজন। দরজার বাইরে তালা দেখার পরও একাধিকবার ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু কারও সাড়া মেলেনি। এরপরই তাঁরা ঘরের ভিতর থেকে পচা গন্ধ পান। এরপর থানার খবর গেলে বাগনান থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পান বধূর রক্তাক্ত দেহ। অসুস্থ অবস্থায় পাশে বসে আছে চন্দন। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাঁকে। এরপর পুলিশ মৃতার দিদিকে জিজ্ঞাসাবাদ করাতে তিনি জানান, বছর তিনেক আগে দ্বিতীয়বার নিমা মন্ডলকে বিয়ে করে চন্দন। রেল কর্মী পরিচয় দিয়ে বিয়ে করলেও কিছুদিন পরই সব জানা-জানি হয়ে গেলে শুরু হয় তাঁদের মধ্যে অশান্তি। অভিযোগ, প্রায়দিনই কাকলিকে মারধর করত চন্দন। সেই ঝামেলার কারণেই স্ত্রীকে খুন করেছে অভিযুক্ত। মৃতার পরিবার পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।