December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জ্বরের উপসর্গ নিয়ে করোনা পরীক্ষায় একই ব্যক্তির দু’রকম রিপোর্ট আসায় চাঞ্চল্য বালুরঘাটে

বালুরঘাট, জ্বরের উপসর্গ নিয়ে করোনা পরীক্ষায় একই ব্যক্তির দু’রকম রিপোর্ট আসায় চাঞ্চল্য বালুরঘাটে। প্রথমে নেগেটিভ রিপোর্ট এলেও তার মাত্র পনের মিনিটের ব্যবধানে ফের পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছে মোবাইলের ম্যাসেজে । যা নিয়ে রীতিমতো বিভ্রান্তিতে পড়েছেন বালুরঘাটের পেশায় বেসরকারি ব্যাংক কর্মী প্রনয় বিশ্বাস। ঘটনা নিয়ে চিন্তিত প্রনয়বাবু পরিবারের লোকেরাও। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তারা।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম মোড় এলাকার বাসিন্দা প্রণয় বিশ্বাস। শহরে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন তিনি। পরিবারে স্ত্রী সহ ৭ মাসের এক পুত্র সন্তান, এক ভাই ও তার মা’কে নিয়ে সংসার। পরিবারের সকলের সুরক্ষার জন্য সামান্য জ্বর হলেও গত ২৪ তারিখে নিজের সোয়াব টেস্ট করেন প্রনয়বাবু। বুধবার মালদা থেকে প্রথমে তার রিপোর্টে আসে নেগেটিভ। যার পর কিছুটা আনন্দেই পরিবারের সকলের সঙ্গে মেলামেশা করেন তিনি। অভিযোগ এর ঠিক দশ থেকে পনের মিনিট পর সেই রিপোর্টই আবার পজিটিভ আসে। আর এই পজিটিভ রিপোর্ট আসার পরেই বিভ্রান্তির মধ্যে পড়েন ওই পরিবার। বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই স্বাস্থ্যব্যবস্থার সমালোচনার ঝড় তোলেন অনেকেই।

ব্যাঙ্ক কর্মী প্রণয় বিশ্বাস এবং তার স্ত্রী শর্মিষ্ঠা বিশ্বাস জানিয়েছেন, সকলের সুরক্ষা নিশ্চিত করতে যেখানে সামান্য জ্বর হতেই করোনা টেস্ট করিয়েছেন। রিপোর্ট নেগেটিভ আশায় সকলের সঙ্গে মেলামেশা করা হয়। কিন্তু এরপর ফের রিপোর্ট পজিটিভ আসায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ফোনে জানিয়েছেন, মালদা থেকে কিছু রিপোর্ট ভুল এসেছিল। তবে বিস্তারিত খোঁজ নিয়ে তবেই এবিষয়ে মন্তব্য করবেন বলে তিনি জানান।