December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬১ বলে ৮৬ রানের ইনিংস খেললেন রাহুল। হ্যামিলটনের সিডন পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শ্রেয়স আইয়ার৷ অভিষেক হওয়া দুই ওপেনার পাহাড় প্রমাণ রানের বোঝা চাপিয়ে দিল নিউজিল্যান্ডের ওপর৷ এরপর দুটি ওপেনারকে তাড়াতাড়ি হারানোর পর অধিনায়ক বিরাটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের ইনিংস তৈরির কাজ শুরু করেন তরুণ এই ক্রিকেটার৷ শ্রেয়স আইয়ার ও রাহুলের ব্যাটের উপর ভড় করে ৩৪৮ রানের লক্ষ্য মাএা রাখল ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ২৭ ওভারে ২ উইকেটে ১৬০ রান। ক্রিজে আছেন নিকলস ও টেলর।