বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দেখা নেই সেভাবে। গত দুদিনের তুলনায় আজ পারদ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর সূএে খবর, বুধবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম জেলায়। পাশাপাশি বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা গত দুদিনের থেকে ৪ ডিগ্রী বেশি। জানা গিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পূর্বালি হাওয়ার মাধ্যমে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। তার জেরেই বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার জেরে তুষারপাত শিলাবৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে ছত্তিশগড়ে।