চাঁচল: মেয়ের মৃত্যুতে অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবিতে থানায় দ্বারস্থ মা। চাঁচলের ঘোষপাড়ায় আত্মঘাতী ছাত্রী সুমি দাসের মৃত্যুতে অভিযুক্ত যুবক বিশ্বজিৎ ঘোষের শাস্তির দাবিতে এদিন চাঁচল থানা পুলিশের দ্বারস্থ হলেন মৃতের ছবি হাতে নিয়ে মা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট প্রেমে প্রতারণা হাওয়াই অবসাদে একাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চাঁচলের ঘোষপাড়া এলাকায়। আত্মঘাতী ছাত্রের হাতে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। তাতে পরিষ্কারভাবে লেখা ছিল তার মৃত্যুর জন্য বিশ্বজিৎ নামে এক প্রেমিককে সে দায়ি করেছে। এই মর্মে ঘটনার একদিন পর অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ ঘোষের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকেরা। ঘটনার ১৬ দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি। তাই এই প্রতিবাদে এদিন মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এদিন চাঁচল থানায় গিয়ে চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ এর সঙ্গে দেখা করেন। এবং তার কাছে আবেদন রাখেন তার মেয়ের খুনিকে অবিলম্বে যাতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।