নদী থেকে উদ্ধার কলী মাতার নটরাজ মূর্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার আমল হান্ডা গ্রামে ।আজ কৈশিকি অমাবস্যা উপলক্ষে রূপনারায়ন নদীতে প্রবল জলচছাসের সৃষ্টি হলে নদীর ধারে একটি নটরাজ মূর্তি ভেসে থাকতে দেখা যায় পরে ঐ এলাকার একজন মাঝি ঐ মূর্তি উদ্ধার করে নিয়ে আসে। পরে এই মূর্তি দেখতে ভিড় করে এলাকাবাসীরা।এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা প্রসাশনের কছে দাবি করছেন যে এই মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির বানিয়ে দেওয়ার জন্য।