কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ফি-বৃদ্ধি নিয়ে ফের উত্তেজনা। আগামী শিক্ষাবর্ষ থেকে এক ধাক্কায় ২৫ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে স্কুলের। ফি কমানোর দাবি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তবে এদিনও স্কুলের তরফে বর্ধিত ফি কমানো সম্পর্কে কিছুই জানানো হয়নি। ৩১ জানুয়ারি সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা, এরপর পাঁচ দিন কেটে গেলেও সমস্যার কোন সমাধান না হওয়ায়, ফের বুধবার তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন অভিভাবকদের অসন্তোষের মুখে পড়ল স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুলের পক্ষ থেকে এবিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। অভিভাবকদের দাবী, এতটা হারে ফি বৃদ্ধিতে সমস্যার সম্মূখীন তারা। কিন্তু অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, বহু বছর পর স্কুলের ফি বাড়ানো হল। উন্নত পরিকাঠামো বজায় রেখে ছাত্রছাত্রীদের শিক্ষাদানকে সবসময়ে তাঁরা প্রাধান্য দিয়ে এসেছেন তারা। এবার সেই পরিকাঠামোকে একই রাখতে ফি বৃদ্ধির সিধান্ত।