December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শৌচালয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনগারে বিচারাধীন এক বন্দী

বালুরঘাট,: মঙ্গলবার সকালে শৌচালয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনগারে খুনের অভিযােগে অভিযুক্ত এক বিচারাধীন বন্দী। মৃত ওই বিচারাধীন বন্দীর নাম লুখীরাম হেমব্রম (৪৪)। বাড়ি কুমারগঞ্জ থানার সাফানগর এলাকায়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যায় বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনাগারের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছে বালুরঘাট থানা ও প্রশাসনিক অধিকারিকরা। তবে কি কারণে ওই বিচারাধীনবন্দী আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে সংশােধনাগার কর্তৃপক্ষ। এদিকে পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি গৌতম রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুরাে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, লুখীরাম হেমব্রমকে গত ১৬ এপ্রিল বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনাগারে নিয়ে আসা হয় । তার বিরুদ্ধে মাকে খুনের অভিযােগ রয়েছে । গত ১২ এপ্রিল রাতে মাকে ডাইনি অপবাদে বল্লম দিয়ে খুন করেছিল । এর পরদিন অর্থাৎ গত ১৩ এপ্রিল কুমারগঞ্জ থানায় গিয়ের নিজেকে আত্মসমর্পণ করেছিলেন লুখীরাম। তারপর থেকেই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে ছিল লুখীরাম।