December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দিল্লি নির্বাচনের শিউরে সংসদে রাম মন্দির ট্রাস্টের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সংসদে দাঁড়িয়ে রাম মন্দির নির্মাণের ট্রাস্ট তৈরির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ট্রাস্টের নাম রাখা হয়েছে, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। রাম মন্দির তৈরি এবং বিভিন্ন ইস্যু নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে ওই ট্রাস্ট। উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ তদারকির জন্য একটি বিশেষ কমিটি বা ট্রাস্ট প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ীই এবার পদক্ষেপ করল প্রধানমন্ত্রী। লোকসভা কক্ষ থেকে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে আমরা বড়সড় একটি পদক্ষেপ করেছি। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ক্যাবিনেট শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট স্থাপনের বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। এই ট্রাস্ট নতুন করে রাম মন্দির নির্মাণ ও এই সম্পর্কিত সমস্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। আসুন, আমরা সকলেই অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণকে সমর্থন জানাই।”জানা গিয়েছে, এই ট্রাস্টে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন না। তবে দিল্লি নির্বাচনের আগেই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।