December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আগামী ৭ ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপাল-মুখ্যসচিব দীর্ঘ বৈঠক

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার বাজেট অধিবেশনের ভাষণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানাযায়। রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন। সাধারণত রাজ্য সরকারের পরিকল্পনা, কর্মসূচি, প্রকল্প, বরাদ্দ, রাজ্যের সামগ্রিক অবস্থা রাজ্যপালের ভাষণে উঠে আসে। এবার যেহেতু রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের একটা সংঘাতের আবহ চলছে, ফলত সেই অবস্থায় রাজ্যপালের ভাষণে কী কী বিষয় থাকবে, তা নিয়েই কৌতূহল শাসক–বিরোধী বিধায়কদের। এই বাজেট অধিবেশন সংক্রান্ত বিষয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার রাজভবনে যান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

রাজভবন সূত্রে খবর, দীর্ঘক্ষণ দু’জনের মধ্যে আলোচনা হয়। এই বৈঠকেও বাজেট অধিবেশন ও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যপাল বলেন, “প্রায় দু’ঘণ্টা রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। অন্যান্য আধিকারিকরাও ছিলেন।”এদিকে ওয়াকিবহাল মহল বলছে, বিভিন্ন ইস্যুতে ইদানীং রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল। পালটা রাজ্যপালকে আক্রমণও করেছেন রাজ্যের মন্ত্রীরা। যা নিয়ে রাজভবন ও নবান্নের মধ্যে সংঘাত তুঙ্গে উঠেছে। এই অবস্থায় বাজেট অধিবেশনের দিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।