নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- স্বামীকে গাছে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠলো স্ত্রী ও দুই শেলক এর বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভগপুর গ্রাম পঞ্চায়েত এর নারায়ণ পাকুডিয়া গ্রামে। স্থানীয় গ্রামবাসীর অভিযোগ মৃত বিশ্বজিৎ করন প্রায় সময় মদ্যপ অবস্থায় বাড়িতে এলে ওনার স্ত্রী প্রীয়া করন বিশ্বজিৎকে মারধর করত বলে অভিযোগ, গত কালও সন্ধ্যার আগে বিশ্বজিৎ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে ওনার স্ত্রী প্রিয়া করন এবং দুই সালক পবিত্র মন্ডল ও কৃষ্ণ মন্ডল বিশ্বজিৎকে বাড়ির সামনে তেতুল গাছে বেঁধে মারধর করে পরে বিশ্বজিৎ অসুস্থ হয়ে গেলে তাকে বাড়িতে নিয়ে গিয়ে শোয়ানো হয় তার পরে তার মৃত্যু হয়। তার পর অভিযুক্ত স্ত্রী প্রিয়া করন প্রতিবেশীদের খবর দেন যে বিশ্বজিৎ মারা গেছে। পরে ওই গ্রামের গ্রাম সদস্য কোলাঘাট থানার পুলিশ কে বিষয় টি জানালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্ত জন্য। তবে গ্রামের মানুষের অভিযোগ বিশ্বজিতের স্ত্রী ও দুই সেলক পিটিয়ে মেরেছেন বিশ্বজিৎকে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসী রা। তবে এই ঘটনায় বিশ্বজিৎ এর বাড়ির লোক থানায় কোন অভিযোগ করেনি। ও সংবাদ মাধ্যম এর সামনে মুখ খুলতে চাইনি। কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অন্য দিকে গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।