রাস্তার মাঝে প্রমোটরকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, কাটোয়া কলেজের সামনে। মৃত ওই প্রমোটরের নাম কাটোয়া শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রথীন বিশ্বাস। সূত্রের খবর, গত মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ কাটোয়া কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন রথীন বিশ্বাস নামে ওই প্রমোটর। সেই সময় তাঁর বাইক থামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি দুস্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রথিন। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি স্থানীয়দের নজরে আসা মাত্রই খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, রথিন বর্তমানে প্রমোটিং ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও এর আগে গাঁজা পাচার, অস্ত্র পাচার-সহ একাধিক কাজে জড়িত ছিল সে। একবার বোমা বাঁধতে গিয়ে একটি হাত উড়ে গিয়েছিল রথিনের। এলাকায় তাই সে‘হাতকাটা রথীন’ নামে পরিচিতি ছিল। তবে রথিনের পরিবারের দাবি, রথিনের এক ঘনিস্ট বন্ধু পাপ্পু বিজেপি কর্মি। ওই খুন করেছে রথিনকে। তবে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।