December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া সাথে সাথে দুই ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া সাথে সাথে দুই ব্যক্তির মৃত্যু। নড়েচড়ে বসল পূর্ব মেদিনীপুর জেলা তমলুক এলাকার তাম্রলিপ্ত পৌরসভা। আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত টানা সাতদিন সম্পূর্ণ লকডাউনের নির্দেশ পৌরসভার তরফ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর এলাকার তাম্রলিপ্ত পৌরসভায় ব্যবসায়ী সমিতি ও পৌর এলাকার ক্লাব গুলো কে নিয়ে জরুরি বৈঠক হলো বৃহস্পতিবার, বৈঠকে উপস্থিত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, প্রতিটি ওয়ার্ডের কো-অডিনেটররা উপস্থিত ছিলেন। আগামী দিনে কিভাবে এলাকা লকডাউন থাকবে সেই বিষয় নিয়ে জরুরী বৈঠক। গতকাল পর্যন্ত তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। দিন দিন যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। তাতে করে যেমন উদ্বিগ্ন বাড়ছে প্রশাসনের তেমনি আতঙ্ক বাড়ছে শহর বাসীর। বৈঠকে এ সিদ্ধান্ত হয় আগামী কাল শুক্রবার এবং রবিবার তমলুক পৌর এলাকায় সমস্ত দোকানপাট খোলা থাকবে। আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত সাত দিন সম্পূর্ণ লকডাউন থাকবে।