December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাইকের ডিককি ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকা

দিনে দুপুরে মোটর বাইকের ডিককি ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেওয়ার ঘটনায় ইসলামপুর উকিলপাড়া সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর ব্লকের আগডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের বানিয়াভিটা এলাকার বাসিন্দা সাবির আলম ও তাঁর কাকা মহম্মদ সুলতান তাঁদের চা বাগানের লেবার পেমেন্টের চার লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাংক অব ইন্ডিয়ার ইসলামপুর শাখা থেকে তুলেছিল। ওই টাকা মোটর বাইকের ডিককিতে ভরে উকিলপাড়া এলাকার এইচডিএফসি ব্যাংকের সামনে বাইক রেখে দোকানে গিয়েছিল। সেই ফাঁকেই মোটর বাইকের ডিককি ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার জেরে ইসলামপুর শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।