ফেব্রুয়ারীর প্রায় কিছুদিন হয়ে গেলেও ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে বেশ ভালোমতো। ফেব্রুয়ারী মাসে এই ধরনের ঠাণ্ডা কিন্তু দেখা যায় না। গত বেশ কয়েক বছর পর ফেব্রুয়ারী মাসে এমন ঠাণ্ডার সাক্ষী থাকল রাজ্য। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। বুধবার থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাএা ১২ ডিগ্রী সেলসিয়াস। একদিকে পশ্মিমী ঝঞ্ঝা, অন্যদিকে তুষারপাতের জেরেই আবার ঠাণ্ডা পড়তে পারে।