December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল লক্ষন পন্ডিত(৪৫)নামের এক মৎস্য জীবীর। তার বাড়ি রামনগর থানার বালিসাইতে। আহত হলেন মাছ বোঝাই লরির চালক সহ দুইজন যুবক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৫বগ জাতীয় সড়কের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার ছত্রধরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বিকেলে কাঁথির থানার ছত্রধরা বাস স্ট্যান্ডের কাছে একটি মাল বোঝাই দশচাকার লরি দাঁড়িয়েছিল। এরপর দিঘা মোহনা থেকে আসা মাছের ট্রে ভর্তি একটি লরি পেটুয়াঘাট মৎস্য বন্দরের দিকে আসছিল। ঠিক সেই ছাত্রধরা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা লরির সামনে ধাক্কা মারে ওই মাছের ট্রে ভর্তি থাকা লরিটি। তারপর মাছ আনতে আসা লরিটি ছিন্নভিন্ন হয়ে রাস্তার উপরে উল্টে যায়। এই ঘটনার পর স্থানীয়রা ছুটে আহত দুজন যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক মৎস্য জীবীর।তবেএই ঘটনার পর ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ক্রেনের সাহায্যে লরি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক করে। পুলিশ সূত্রে খবর, কাঁথি হাসপাতালে আহত দুজন যুবকের সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে। তবে দ্রুত গতিতে মাছ লরিটি থাকায় কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মাছ গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।