নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম কুখ্যাত রোহিঙ্গা ডাকাত। সোমবার গভীর রাতে কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে মহম্মদ ইলিয়াস ওরফে ডাকাত ইলিয়াস। সূত্রের খবর, সোমবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাহাড়ের কাছে ডাকাত দলের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তারক্ষীদের। কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহাতাব জানান, নিহত ব্যক্তির নাম মহম্মদ ইলিয়াস ওরফে ডাকাত ইলিয়াস (৪০)। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকের বাসিন্দা ছিল। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় র্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন।