বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার টালিগঞ্জে। কলকাতা পুরসভার ৮৮ নং ওয়ার্ডের রানী ভবানী রোড থেকে সত্তর বছরের এক বৃদ্ধার পচা গলা মৃত দেহ উদ্ধার করে টালিগঞ্জ থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম সোনা রানী দাস। স্থানীয়রা জানান, তিন চার দিন ধরে পচা গন্ধ বের হচ্ছিল। কিন্তু কোথা থেকে দুর্গন্ধ আসছে তা বোঝা যাচ্ছিল না। রবিবার সন্ধ্যায় বোঝা গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পাশাপাশি জানা গিয়েছে, ছেলে বিদেশে থাকতেন। রানী ভবানী রোডে একাই থাকতেন ওই মহিলা।