আগামী বুধবারও রাজ্যে লকডাউন। আগে থেকেই রাজ্য সরকার তা ঘোষণা করেছে। রেল সূত্রে খবর, ওই দিনও কোনও ট্রেন চলবে না। ওই দিন যে ট্রেনগুলো বাতিল হয়েছে— পটনা-হাওড়া, হাওড়া-পটনা, নিউ দিল্লি-হাওড়া এসি স্পেশাল ট্রেন, হাওড়া-নিউ দিল্লি এসি, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন। পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। ইতিমধ্যেই আজ, শনিবার লকডাউন চলছে বলে হাওড়া থেকে স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। এ দিন যে ট্রেনগুলির যাতায়াত হাওড়া থেকে স্থগিত করা হয়েছে— পটনা-হাওড়া স্পেশ্যাল ট্রেন, হাওড়া-পটনা, ভুবনেশ্বর-হাওড়া, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-বরবিল সুপার ফাস্ট, বরবিল-হাওড়া সুপারফাস্ট।