মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে টালা ও সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে কলকাতা পুলিশ। পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের নিয়ে আসা কোন গাড়ি যাতে আটকে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। সেজন্য বাড়তি ফোর্স মোতায়েন করা হবে। ওই এলাকায় কতগুলি স্কুল রয়েছে সেই তালিকা তৈরি শুরু করা হয়েছে বলেই লালবাজার ট্রাফিক পুলিশ সূত্রে খবর। টালা ব্রিজ ভাঙ্গার কারণে সংলগ্ন বেশ কয়েকটি সিগন্যালের সময়ের পরিবর্তন করা হয়েছে তার মধ্যে অন্যতম চিড়িয়ামোড় পাইকপাড়া মোড় ও বাগবাজার। বাগবাজার চিড়িয়ামোড় পাইকপাড়া এই সিগন্যাল 120 সেকেন্ড থেকে কমিয়ে 40 সেকেন্ড করা হয়েছে। এতে যান চলাচল আরো স্মুথ হবে বলেই ট্রাফিক কর্তাদের দাবি। গাড়ি সিগন্যাল এ কম দাঁড়াবে।আজকের দিনের ট্রাফিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারীতেই মাধ্যমিক ও পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই জায়গায় বিটি রোডে এর কোন কোন পয়েন্ট এ স্কুল রয়েছে যেখানে পরীক্ষার সিট পড়েছে সেই তথ্য সংগ্রহ করে ট্রাফিক সিস্টেম সাজানো হচ্ছে।