নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রূপনারায়নে বর্ষাঘন কোটালের জোয়ারে ধরাদিল প্রায় দশ কেজি ওজনের পাঙাশ মাছ। কোলা গ্রামের মৎস্য জীবী পচা খাঁড়া রোজকার মতো আজো তার ডিঙ্গি নৌকা ভাসিয়ে জোয়ারের ভরা গাঙে বেংড়ি জাল ফেলে অপেক্ষা কর ছিলেন শিকারের আশায়। দুর্ভাগ্য ইদানিং রূপনারায়ন সেভাবে পেট বা মন ভরাতে পারেনি। কিন্তূ আজ পচা বাবুর ভাগ্যটা ছিল অন্য রকম। তার জালে উঠে আসে এই বড় পাঙাশ মাছটি। স্থানীয় মাছে ভাতে মানষরাও খুব খুশি। রূপনারায়নের রূপালী ফসল ইলিশতো মুখ ফিরিয়ে নিয়েছে বলা যায়। অগত্যা দুধের স্বাধ ঘোলে মিটাতে তিনশো টাকা কেজি দরে আগ্রহীরা কাটা পাঙাশ মাছ কিনে এই লক ডাউন আবহেই বেশ গর্বের সাথে বাড়ি ফিরলেন। আরে এই ঘটনায় যথেষ্ট উৎসাহী হয়েছে এলাকার মানুষ।