পাটের জাক দিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের।শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকদেবপুর এলাকায়। ঘটনার পরে পুলিশ মৃতদেহ ময়ান্তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশি সূত্রে খবর মৃত যুবকের নাম বিষ্টু রায় (৩২) বাড়ি গঙ্গারামপুর থানার উত্তর সুকদেবপুর এলাকায়। জানা গেছে গঙ্গারামপুর গঙ্গারামপুর থানার উত্তর সুকদেবপুর এলাকার বাসিন্দা বিষ্টু রায় পেশায় একজন কৃষক। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ ১০ ও ১২ বছরের দুই ছেলে। পরিবার সূত্রে খবর বুধবার বাড়ি থেকে ঢিল ছোড়া দুরুত্বে এলটি জলাশয়ে পাটের জাক দেওয়ার কাজ করছিল যুবক।সেই সময় পাটের জাকের নিচে তলিয়ে যায় যুবক। দীর্ঘক্ষণ পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তাকে তড়িঘড়ি নিয়ে আসা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ওই যুবক কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার পরে বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। যদি স্থানীয় মানুষদের অনুমান গত ২দিনের বন্যায় জলমগ্ন হয়ে রয়েছে চারপাশ।এলাকায় গভীর জল থকাৰ জন্যই এমন মর্মান্তিক ঘটনা। ঘটনার পরে কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন।তদন্তে পুলিশ।