পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ফের একবার রাজ্য সরকারের তুমুল সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এজন্য বৃহস্পতিবার সকালে রীতিমতো সাংবাদিক বৈঠক ডাকেন রাজ্যপাল। সেখান থেকেই একের পর এক তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে।
করোনা পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন নিয়ে আলোচনা করতে বুধবার পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু কোনও উপাচার্য সেই বৈঠকে যোগ দেননি। এতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজ্য সরকার ও শিক্ষা দফতরের মুন্ডুপাত করেন।