অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ঋষি কাপুর। অসুস্থ অবস্থায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বাবার অসুস্থতার খবর পেয়েই দিল্লি ছুটে গিয়েছেন ছেলে রণবীর ও হবু বউমা আলিয়া ভাট। জানা গিয়েছে, দিল্লিতে অত্যাধিক দূষণের কারণেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। প্রায় এক বছর তিনি ক্যান্সার চিকিৎসার জন্য আমেরিকাতে ছিলেন। এরপর গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফিরেছেন তিনি। ভাগ্নে আরমান জৈনের প্রাক বিবাহ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিনেতা ঋষি কাপুরের। সেখানে সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করার কথাও তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারনে তিনি সেই অনুষ্ঠানে যেতে পারেন নি।