নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বালিঘাই মহানগর গ্ৰামে। মৃত যুবকের নাম পিন্টু বাগ, বয়স আনুমানিক ৩০ বছর, স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, করোনার প্রকোপ রুখতে দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যে চলছে লকডাউন৷ যার জেরে বন্ধ অধিকাংশ কর্ম প্রতিষ্ঠান৷ কাজ হারিয়েছে বহু সাধারণ মানুষ৷ সঞ্চয়ের ভাণ্ডারে পড়েছে টান৷ দুবেলা দুমুঠো ঠিক করে খাবার জুটছিল না৷। দীর্ঘদিনের লকডাউনে ছিল না কোন কাজকর্ম। সাংসারিক আর্থিক অনটনে পারিবারিক অশান্তি লেগেই থাকত। সেই অশান্তি মেনে নিতে না পেরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে এগরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।