September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপি নেতাকে দল থেকে বিতাড়িত করার দাবিতে পোস্টারে চাঞ্চল্য মহিষাদল

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সুপার সাইক্লোন আমফান দুর্নীতি নিয়ে যখন বিতর্কে তৃণমূলের একাধিক নেতৃত্ব, ঠিক সেই সময় বিজেপি নেতাকে দল থেকে বিতাড়িত করার দাবিতে পোস্টারে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায়। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বিজেপির কার্যালয়ের আশে পাশে বেশ কয়েক জায়গায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন ব্যানার্জীর নামে একাধিক পোস্টার দেখেন স্থানীয়রা। যেখানে স্পষ্ট ভাবে লেখা আছে বিজেপি বাঁচাও, তপন ব্যানার্জীকে হাঁটাও দাবি তোলা হয়। যা থেকে বিজেপির গোষ্ঠী কোন্দল এক প্রকারের প্রকাশ্যে এসেছে এক কথায় বলা চলে। এ দিকে বিজেপি নেতা তপন ব্যানার্জি গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, গত শুক্রবার সকালেই মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি পঞ্চায়েত সদস‍্যের নামে আমফান দুর্নীতি নিয়ে পোস্টার পাওয়া যায়। এরপর ফের মহিষাদলের সিনেমা মোড় এলাকায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ- সভাপতি তপন ব‍্যানার্জীর নামে একটি পোস্টার দেখতে পান স্থানীয়রা। যেখানে লেখা রয়েছে বিজেপি বাঁচাও, তপন ব্যানার্জীকে হাঁটাও। যা থেকেই একপ্রকার বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ‍্যে বলা চলে। গোটা ঘটনায় তপনবাবু বলেন, “তৃণমূল এটা চক্রান্ত করে করেছে। এছাড়াও আমার দলের বেশকিছুজন যারা কোন পদ পায়নি তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত।” যদিও তৃণমূলের তরথ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক ব্লক তৃণমূল নেতার দাবী, গুটি কয়েক লোক নিয়ে গড়ে ওটা বিজেপির বিরুদ্ধে পোস্টার দেওয়ার আমাদের কোন ইচ্ছা নেই।