কোচবিহার : দীর্ঘ ৩ মাস পর আজ থেকে মদন মোহন মন্দির এর দরজা খুললো ভক্তদের জন্য ।
তবে মন্দিরের প্রবেশের আগে একগুচ্ছ নিয়ম মেনে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে ভক্তদের।
আজ জেলাশাসক পাওয়ান কালিয়ান এবং সদর মহকুমার শাসক সঞ্জয় পাল এর উপস্থিতিতে মদনমোহন মন্দির খোলা হল।
এবং মন্দিরে প্রবেশ করার আগে ভক্তদের জুতো বাইরে রেখে যেতে থার্মাল স্ক্রিনিং করে খাতায় নিজেদের নাম রেজিস্টার করে হাত ধুয়ে 15 জন করে ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবে।
এবং সেই ভক্তরা মন্দিরের বারান্দায় উঠতে পারবেনা নিচেই তাদের পুজো দেওয়ার সরঞ্জাম রেখে দিতে হবে পুরোহিতরা সরঞ্জাম নিয়ে তাদের পুজো দিবে।
এবং ওই ১৫ জনের পুজো দেওয়া শেষ হলে তারা বেরিয়ে যাবার পর তারপর আবার ১৫ জন ঢুকতে পারবে।
তবে এতদিন পর কোচবিহারের কোন দেবতা মদনমোহন মন্দির খোলায় ভক্তদের উৎসাহিত করেছে।
ভক্ত লিজা চক্রবর্তী বলেন এতদিন পর মদনমোহন বাড়িতে আসতে পেরে খুবই ভালো লাগছে এতদিন বাইরে থেকে মদনমোহন বাবাকে দেখে খুবই কষ্ট হতো আজ সামনা সামনি দেখে পুজো দিতে পেরে খুবই ভালো লাগছে। এবং ঠাকুরের কাছে চাইব খুব দ্রুত এ করোনা আবহ যাতে কেটে যায় ।