দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত ১০ জন।
বালুরঘাট শহর এলাকার তিনজন এবং গ্রামীণ এলাকার একজন, বুনিয়াদপুরের দুই জন, গঙ্গারামপুর ব্লকের তিনজন, কুমারগঞ্জ ব্লকের একজন করোনা পজিটিভ বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
এরমধ্যে বুনিয়াদপুরের দু’জন সাংবাদিক আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। গঙ্গারামপুরের এক তৃণমূল নেতা এবং এক হাসপাতাল কর্মী আক্রান্তের তালিকায় রয়েছেন।
এদিনের ১০ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৭ জন। আক্রান্তদের মধ্যে ১৯৯ জনই সুস্থ হয়ে গিয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন করে আক্রান্তদের বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের সেফ হাউজে চিকিৎসার জন্যে আনা হচ্ছে।