একটানা ২৬ দিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন করে মঞ্চেই মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম শামিদা খাতুন (৫২)। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে পার্ক সার্কাস ময়দানে। সূত্রের খবর, এন্টালির বাসিন্দা ওই প্রৌঢ়া বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। নিয়মিত চিকিৎসাও চলত তাঁর। এদিন মঞ্চে গিয়ে আন্দোলন করতে করতে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় ওই প্রৌঢ়ার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে খবর, উচ্চ রক্তচাপ এবং মধুমেহর সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর সত্ত্বেও তিনি এই আন্দোলন চালিয়ে গেছেন। আন্দোলনের একটাই বক্তব্য ছিল‘CAA-NRC মানছি না, মানব না।’আন্দোলনকারীর মৃত্যুতে পার্ক সার্কাসের আন্দোলন মঞ্চে এখন শোকের ছায়া নেমে এসেছে।