দুঃস্থদের পাশে দাঁড়াতে এক অভিনব কর্মসূচী গ্রহণ করল একদল তরুণ তুর্কি। রবিবার ফেসবুক তৃণমূল পরিবার – ফ্যাম কমিউনিটির পক্ষ থেকে সুন্দরবনের ঝড়খালির আমফান দুর্গত মানুষের হাতে কিছু সাহায্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন ঝড়খালীতে ১০০টি পরিবারের হাতে শুকনো খাদ্য সহ মোট ১৪ প্রকারের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। যার মধ্যে ছিল মুড়ি, চিরে, বাতাস, ছোলা, সোয়াবিন, সাবান, বিস্কুট, মোমবাতি, দেশলাই, স্যানিটারি ন্যাপকিন, ত্রিপল, ছাতা, মাস্ক ইত্যাদি। সোশ্যাল মিডিয়ার যে শুধুমাত্র খারাপ দিক ই না, এর যথেষ্ঠ ভালো দিকও আছে তা প্রমাণ করলেন তৃণমূলের ফেসবুক ফ্যামের সদস্যরা