বাধ ভেঙে জল ঢুকে যাচ্ছে চাষের জমির ধান ও পাটের ফসল জলে নষ্ট এছাড়া বাড়ি ঘর উঠান, রান্না ঘরে জল ঢুকে যাচ্ছে। বন্যায় আতঙ্কে গ্রামবাসীরা।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ বোর্ডার লাগুয়া গ্রাম নারায়ণপুর,চক দিলাল পুর গ্রামে।
এইছাড়া টাঙ্গন নদি জল বেড়ে যাবার কারনে রামগঞ্জ গ্রাম ও রাধিপুর এলাকায় জল মগ্ন। রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত বেশ কিছু গ্রামে নদি ও বাধের জল বাড়ছে এই নিয়ে এলাকার গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাছে।